Pages

Post Name: Senior Executive, Commercial

job Context A well reputed Company is looking to get application from some potential candidates for their 100% knit Manufacturing Unit. You may apply, if you are organized with strong attention to details, have a can-do attitude, happy to learn new skills and have great communication skill with professional etiquette. Job Responsibilities Must have knowledge of L/C rules and regulations, i.e. UCP-600, Bangladesh Bank Guidelines of Foreign Exchange Transactions, etc. Ensure proper monitoring of all kinds of Letter of Credit (L/C- Local, Foreign)/Open Account transaction. Follow up payment and report to management, if found any delay payment, Push to buyer release. Maintain Export L/C, Sales Contract, and Export Documentation. Prepare documents for bank negotiation as per terms and conditions and conditions of the export L/C. Maintain customs process for goods clearing and transportation against Import & Export. Communication with the Bank for (All Import Activities, Loan Sanction, Renewal & Repayment, LC, Purchase, Maturity Payment & Collection). Proper Knowledge regarding UD from BGMEA and BKMEA. Educational Qualification: Graduation from any Reputed University. Additional Requirements: Good command in English. Good Command in using MS Office Package. (Excel, Word, Power Point & Outlook). Experience: 4 Years Location: Head Office Salary: Negotiable Compensation & Other Benefits: As per company policy

Bank Jobs Opportunity

একটু চেষ্টা করলেই হতে পারবেন সরকারি ব্যাংকে ‘ঊর্ধ্বতন কর্মকর্তা’ ১৬৬৩ টি সিনিয়র অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এছাড়াও রাষ্ট্রায়ত্ত বিভিন্ন ব্যাংকে সাড়ে ছয় হাজার কর্মকর্তা পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি শিগগিরই প্রকাশ পাবে বলে বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র জানিয়েছে।
তাই চাকরি পাওয়ার এটাই সুন্দরতম সুযোগ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে অফিসার বা কর্মকর্তা পদে তিন হাজার এবং অফিসার (ক্যাশ) পদে সাড়ে তিন হাজার জনবল নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। এই বিজ্ঞপ্তি খুব শিগগির দৈনিক পত্রিকা ও বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।


বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে, দেশের সরকারি ব্যাংকগুলোর নিয়োগ সমন্বিতভাবে করার জন্য ব্যাংকার্স সিলেকশন কমিটি (বিএসসি) গঠন করে বাংলাদেশ ব্যাংক। ওই কমিটি নিয়োগ পরীক্ষা গ্রহণসহ নানা কাজ সম্পন্ন করছে।
বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) প্রধান মোশাররফ হোসেন খান জানিয়েছেন, সিদ্ধান্ত অনুসারে এখন থেকে সব ব্যাংকের পরীক্ষা একসঙ্গে অনুষ্ঠিত হবে।

এটি হলে বিভিন্ন ব্যাংকে আলাদা আলাদা পরীক্ষা দেওয়ার জন্য প্রার্থীকে বার বার পরীক্ষায় অংশ নিতে হবে না। যারা ঢাকার বাইরে থেকে এসে পরীক্ষায় অংশ নেন, তাদেরও বার বার ঢাকা আসতে হবে না।
প্রার্থীদের ভোগান্তি রোধে বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি জানান।
সম্প্রতি যেসব ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে-
১. সোনালী ব্যাংক : ৫২৭টি পদ
২. জনতা ব্যাংক : ১৬১টি পদ
৩. রুপালী ব্যাংক : ২৮৩টি পদ
৪. বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক : ৩৯টি পদ
৫. বাংলাদেশ কৃষি ব্যাংক : ৩৫১টি পদ
৬. রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক : ২৩১টি পদ
৭. বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স : ০১টি পদ
৮) আইসিবি : ৭০টি পদ
আবেদনের শেষ সময় : ১৭ সেপ্টেম্বর, ২০১৭
বিজ্ঞপ্তিটি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট www.erecruitment.bb.org.bd এ পাওয়া যাচ্ছে।

একাধিক পদে উত্তরা ব্যাংকে চাকরির সুযোগ

‘প্রবেশনারি অফিসার’ এবং ‘অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ)’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উত্তরা ব্যাংক লিমিটেড।
প্রবেশনারি
 অফিসার :

যোগ্যতা :
-নিম্নেবর্ণিত বিষয়ে যেকোনো বিশ্ববিদ্যালয়/শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারি প্রার্থীরা আবেদন করতে পারবেন।
অর্থনীতি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট্‌, ব্যাংকিং, ফাইনান্স্‌ ফাইনান্স অ্যান্ড ব্যাংকিং, মার্কেটিং, ইংরেজি, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, পদার্থ্‌ রসায়ণ, গণিত, পরিসংখ্যান, কৃষি অর্থনীতি এবং স্বাস্থ্য অর্থনীতি
-অথবা যেকোনো বিশ্ববিদ্যালয়/ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এমবিএ/এমবিএম ডিগ্রিধারী
-বোর্ড এবং বিশ্ববিদ্যালয় পরীক্ষায় অন্তত দুটি প্রথম বিভাগ/শ্রেণি
-শিক্ষা জীবনে কোনো তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না

 অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ) :-যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রিধারী
-বোর্ড এবং বিশ্ববিদ্যালয় পরীক্ষায় অন্তত একটি দ্বিতীয় বিভাগ/শ্রেণী
বেতন সীমা : আলোচনা সাপেক্ষ
আবেদনের সময়সীমা : ৪ সেপ্টেম্বর ২০১৭
আবেদন প্রক্রিয়া আগ্রহীরা উত্তরা ব্যাংক লিমিটেডের ওয়েবসাইট (www.uttarabank-bd.com)-এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

একাধিক পদে ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ট্রাস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি ‘ডাইরেক্ট সেলস রিপ্রেজেনটেটিভ’, ‘ম্যানেজার-এসএমই বিজনেস প্রোসেসিং ডিপার্টমেন্ট’, ‘রিলেশনসিপ অফিসার’, ‘রিজিওনাল সেলস এসিসট্যান্ট ম্যানেজার’, ‘এরিয়া ভেল্যু চেইন অফিসার’, ‘টেরিটোরি ভেল্যু চেইন এজেন্ট’, এবং ‘কল সেন্টার এজেন্ট’ পদে আবেদনপত্র আহ্বান করেছে। তবে প্রতিটির পদের জন্য কতজন নিয়োগ দেওয়া হবে সেটি উল্লেখ করা হয়নি। 

যোগ্যতা
ডাইরেক্ট সেলস রিপ্রেজেনটেটিভ

ন্যূনতম ২য় শ্রেণির স্নাতক অথবা সিজিপিএ ৪.০০ এর মধ্যে ২.০০ গ্রেডপ্রাপ্তরা এবং এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় ন্যূনতম ২য় শ্রেণি অথবা জিপিএ ৫.০০ এর মধ্যে ২.৫ গ্রেডপ্রাপ্তরা আবেদন করতে পারবে। শিক্ষাজীবনে একটি ৩য় শ্রেণি গ্রহণ করা হবে। চাকরির বয়সসীমা ২২ বছর থেকে ৩০ বছর। 

ম্যানেজার-এসএমই বিজনেস প্রোসেসিং ডিপার্টমেন্ট
ন্যূনতম স্নাতক ডিগ্রিধারীরা আবেদন করতে পারবে। তিন বছরের অভিজ্ঞতাসহ এসএমই ব্যাংকিং, কার্ডস (ক্রেডিট/ডেবিট), ক্রেডিট রিস্ক এনালাইসিস, বিজনেস/প্রোডাক্ট ডেভেলপমেন্ট, মার্কেট ডেভেলপমেন্ট (ব্যাংকিং) এবং রিলেশনসিপ ইত্যাদি সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। 

রিলেশনশিপ অফিসার
যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারীরা আবেদন করতে পারবে। তবে বাণিজ্য বিভাগের প্রার্থীরা অগ্রাধিকার পাবে। নিয়োগ প্রত্যাশিকে এক বছরের অভিজ্ঞতাসহ রিটেইল ব্যাংকিং, এসএমই ব্যাংকিং, কার্ডস (ক্রেডিট/ডেবিট) এবং কাস্টমার রিলেশন সম্পর্কিত বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।  

রিজিওনাল সেলস অ্যাসিসট্যান্ট ম্যানেজার
ন্যূনতম স্নাতকসহ মার্কেটিং বিবিএ/এমবিএ ডিগ্রিপ্রাপ্তরা বিশেষ সুবিধা পাবেন। সেলস এবং ডিস্ট্র্রিবিউশন ম্যানেজমেন্টে  ন্যূনতম চার বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 

এরিয়া ভেল্যু চেইন অফিসার
ন্যূনতম স্নাতকসহ মার্কেটিং বিবিএ/এমবিএ ডিগ্রিপ্রাপ্তরা বিশেষ সুবিধা পাবেন। সেলস এবং ডিস্ট্র্রিবিউশন ম্যানেজমেন্টে  ন্যূনতম দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 

টেরিটোরি ভেল্যু চেইন এজেন্ট
যেকোনো বিষয়ে স্নাত্ক এবং সেলস এবং ডিস্ট্র্রিবিউশন ম্যানেজমেন্টে  ন্যূনতম এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 

কল সেন্টার এজেন্ট
ব্যাচেলর/অনার্স ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীকে অবশ্যই সুন্দর কণ্ঠের অধিকারী হতে হবে এবং বিভিন্ন ধরনের কাস্টমারকে হ্যান্ডেল করার ক্ষমতা থাকতে হবে।  

বেতন
আলোচনা সাপেক্ষে বেতন নির্ধারণ করা হবে।

আবেদন প্রক্রিয়া
আবেদনকারী অনলাইনে বিডিজবস ডটকমের মাধ্যমে আবেদন করতে পারবেন। 

আবেদনের সময়সীমা
আবেদন করা যাবে আগামী ৩১ আগস্ট, ২০১৭ পর্যন্ত।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে চাকরি

জনবল নিয়োগ দেবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের আওতাধীন শ্রম উইংয়ে কাউন্সেলর (শ্রম) পদে কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।
রিয়াদ, কুয়েত, দোহা, দুবাই, কুয়ালালামপুর ও সিঙ্গাপুরের দূতাবাস/হাইকমিশন/কনস্যুলেট জেনারেলে এ নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা :
-ন্যূনতম ১০ বছরের চাকরির অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশ সিভিল সার্ভিসের কর্মকর্তারা আবেদন করতে পারবেন।
বেতন : জাতীয় বেতন স্কেলের ৫ম গ্রেডপ্রাপ্ত
আবেদনের শেষ তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০১৭
আবেদন প্রক্রিয়া : প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে(http://www.probashi.gov.bd)আবেদনপত্র পাওয়া যাবে।যাবতীয় কাগজপত্রসহ আবেদন করতে হবে এই ঠিকানায় : সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
আরো বিস্তারিত জানতে দেখুন :(http://www.probashi.gov.bd)।  

Vacancy- Bangladesh Bank

স্বপ্নের ব্যাংকিং ক্যারিয়ার গড়ায় আগ্রহী অনভিজ্ঞ প্রার্থীদের জন্য আকর্ষণীয় পদে চাকরির সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ‘অফিসার (জেনারেল)’ পদে ২৫০ জন প্রার্থী দেশের কেন্দ্রীয় ব্যাংকটিতে এই নিয়োগ পাবেন। 
যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর বা চার বছর মেয়াদি স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। শিক্ষাজীবনের যেকোনো একটি পর্যায়ে প্রথম বিভাগ বা সমমানের ফল থাকতে হবে। কোনো ক্ষেত্রেই তৃতীয় বিভাগ বা সমমানের ফল গ্রহণযোগ্য হবে না।

বয়স
১১ জুন, ২০১৭ অনুযায়ী আবেদনকারীদের বয়স হতে হবে সর্বোচ্চ ৩০ বছর। এ ছাড়া মুক্তিযোদ্ধার সন্তান বা শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

বেতন
জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী নিয়োগপ্রাপ্তদের প্রতি মাসে ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট (bit.ly/2snqbaq) থেকে অনলাইনে আবেদন করতে পারবেন ১২ জুলাই ২০১৭ পর্যন্ত। 

Palli Sanchay Bank- Vacancy

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পল্লী সঞ্চয় ব্যাংক। ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, সিস্টেম অ্যানালিস্ট, প্রোগ্রামার এবং সহকারী প্রোগ্রামার পদে একজন করে এই চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা :
-যেকোনো বিশ্ববিদ্যালয়, ইনস্টিটিউট বা শিক্ষা প্রতিষ্ঠান হতে কম্পিউটার সায়েন্স বা অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিকস বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশনস ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রিপ্রাপ্ত
-সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা
-দেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতাসম্পন্ন
-শারীরিকভাবে সুস্বাস্থ্যের অধিকারী
-গত ৩০ এপ্রিল, ২০১৭ অনুযায়ী বয়স ৩৫ থেকে ৬১ বছর
বেতন : প্রথম দুটি পদের জন্য নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন এক লাখ ২০ হাজার টাকা। এ ছাড়া প্রোগ্রামার পদে এক লাখ টাকা এবং সহকারী প্রোগ্রামার পদে ৮০ হাজার টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে।
আবেদনের শেষ তারিখ : ৪ জুন, ২০১৭
আবেদন প্রক্রিয়া : পল্লী সঞ্চয় ব্যাংকের (www.pallisanchaybank.gov.bd) ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।