Pages

আকর্ষণীয় পদে স্কয়ার গ্রুপে চাকরি, নতুনদেরও সুযোগ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড। প্রতিষ্ঠানটির পাবনা প্ল্যান্টে ‘এক্সিকিউটিভ, কোয়ালিটি কন্ট্রোল’ পদে এই নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রি, অ্যাপ্লাইড কেমিস্ট্রি বা বায়োকেমিস্ট্রি বিষয়ে এমএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। ফার্মাসিউটিক্যালস বা টয়লেট্রিজ কোম্পানিতে এক থেকে দুই বছরের কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 

আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ জীবনবৃত্তান্ত ‘hrd-stl@squaregroup.com’ ঠিকানায় ই-মেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন। এ ছাড়া ‘জেনারেল ম্যানেজার, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, রূপায়ণ সেন্টার (ফ্লোর-১১), ৭২ মহাখালী সি/এ, ঢাকা-১২১২’ ঠিকানায় ডাকযোগেও আবেদন করার সুযোগ থাকছে। আবেদন করা যাবে ৭ মার্চ, ২০১৭ পর্যন্ত।

সরাসরি সাক্ষাৎকারে অফিসার নিয়োগ এসকায়েফ ফার্মায়

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসকায়েফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ‘মেডিকেল সার্ভিসেস অফিসার’ পদে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে এই নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
মাধ্যমিক পর্যন্ত বিজ্ঞান বিষয়সহ যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। বাংলাদেশের যেকোনো জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া
সরাসরি সাক্ষাৎকার প্রদানের জন্য ২৬, ২৭ ও ২৮ ফেব্রুয়ারি এবং ১, ২, ৪ ও ৫ মার্চ, ২০১৭ তারিখে ‘১৫৮ কামাল আতাতুর্ক এভিনিউ, ব্লক-ই, বনানী, ঢাকা-১২১৩’ ঠিকানায় উপস্থিত হতে হবে। প্রার্থীদের নিজ হাতে লেখা আবেদনপত্র, সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও জীবনবৃত্তান্ত সঙ্গে আনতে হবে। সাক্ষাৎকার গ্রহণের সময় সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত।

মধুমতি ব্যাংকে ১৩৪ পদে জনবল নিয়োগ

ব্যাংকিং ক্যারিয়ার গড়ার আকর্ষণীয় সুযোগ দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মধুমতি ব্যাংক লিমিটেড। ব্যাংকটির হেড অফিসের বিভিন্ন বিভাগে ১০৪ ধরনের এবং বিভিন্ন ব্রাঞ্চে ৩০ ধরনের পদসহ মোট ১৩৪ ধরনের পদে নিয়োগ দেওয়া হবে।
সংশ্লিষ্ট বিভাগ ও পদসমূহ
প্রতিষ্ঠানটির হেড অফিসের আওতাধীন মধুমতি ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে এফভিপি, ভিপি, ইও, এসইও এবং পিও; লোন রিকভারি বিভাগে এভিপি ও এফভিপি, সিআরএম বিভাগে ইও, এসইও, পিও, এফএভিপি, এভিপি, এফভিপি, ভিপি ও এসভিপি; আরএমজি বিভাগে পিও, এফএভিপি, এভিপি, এফভিপি ও ভিপি; ব্র্যান্ডিং কমিউনিকেশন অ্যান্ড মার্কেটিং বিভাগে এসইও, পিও; এসএমই ব্যাংকিং বিভাগে ইও, এসইও, পিও, এফএভিপি, এভিপি ও এফভিপি; রিটেইল ব্যাংকিং বিভাগে ইও, এসইও, পিও, এফএভিপি ও এভিপি; এজেন্ট ব্যাংকিং বিভাগে এফও, এও, জেও, অফিসার, এসও, ইও এবং এসইও; কার্ড ডিভিশনে ইও, এসইও, পিও এবং এফএভিপি; হিউম্যান রিসোর্সেস বিভাগে ইও এবং এসইও; আইসিটি বিভাগে ইও, এসইও, পিও, এফএভিপি, এভিপি, এফভিপি ও ভিপি; ক্যাপিটাল মার্কেট বিভাগে ইও, এসইও, পিও, এফএভিপি, এভিপি ও এফভিপি; ট্রেড সার্ভিসেস বিভাগে ইও, এসইও, পিও, এফএভিপি, এভিপি, এফভিপি ও ভিপি; এনআরবি বিভাগে অফিসার, ইও, এসইও, পিও, এফএভিপি; এএমএল অ্যান্ড সিএফটি বিভাগে ইও, এসইও, পিও, এফএভিপি ও এভিপি; এসটাবলিশমেন্ট অ্যান্ড কমন সার্ভিসেস ডিভিশনে ইও, এসইও, পিও এবং এফএভিপি; ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়ান্স বিভাগে ইও, এসইও, পিও এবং এফএভিপি; ম্যানেজমেন্ট ইনফর্মেশন সার্ভিসেস বিভাগে ইও, এসইও, পিও এবং এফএভিপি; ব্যাংকিং অপারেশনস বিভাগে ইও, এসইও, পিও এবং এফএভিপি; ট্রেজারি ফ্রন্ট অফিসার পদে ইও, এসইও, পিও, এফএভিপি ও এভিপি; পলিসি অ্যান্ড অ্যানালাইসিস ডিভিশনে ইও, এসইও, পিও, এফএভিপি এবং বিএসিএইচ অ্যান্ড আরটিজিএস বিভাগে ইও, এসইও, পিও ও এফএভিপি পদে এই নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া বিজ্ঞপ্তি অনুযায়ী মধুমতি ব্যাংকের বিভিন্ন ব্রাঞ্চের বিভিন্ন বিভাগে মোট ৩০ ধরনের পদে জনবল নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
যেকোনো ব্যাংকে কর্মরত প্রার্থীদের আবেদন করার আহ্বান জানানো হয়েছে। সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের যেকোনো বিষয়ে স্নাতকোত্তর পাস হতে হবে। তবে শিক্ষাজীবনের কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ বা সমমানের ফল গ্রহণযোগ্য হবে না।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা মধুমতি ব্যাংকের ওয়েবসাইট (www.modhumotibankltd.com/career/) থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার সুযোগ থাকছে ১২ মার্চ, ২০১৭ পর্যন্ত।

৪৮৪৩ জন নিয়োগ দেবে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীনে একটি বাড়ি একটি খামার (তৃতীয় সংশোধিত) প্রকল্পে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সাত ধরনের পদে চার হাজার ৮৪৩ জনকে এই অস্থায়ী নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা জেলার প্রার্থীরাই কেবল আবেদন করার সুযোগ পাবেন।
পদসমূহ
সহকারী প্রকল্প পরিচালক পদে পাঁচজন, জেলা সমন্বয়কারী ৬৪ জন, উপজেলা সমন্বয়কারী ১৮ জন, ফিল্ড সুপারভাইজার ১১৯ জন, কম্পিউটার অপারেটর কাম হিসাব সহকারী পদে ২৯ জন, মাঠ সহকারী পদে চার হাজার ৬০৩ জন এবং নৈশপ্রহরী পদে পাঁচজনসহ মোট চার হাজার ৮৪৩ জনকে এই নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
পদগুলোতে আবেদনের জন্য পদমর্যাদা অনুযায়ী প্রার্থীদের অষ্টম শ্রেণি পাস থেকে স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। কম্পিউটার অপারেটর কাম হিসাব সহকারী পদের জন্য কম্পিউটার  জ্ঞানসম্পন্ন হতে হবে।
বয়স
সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ২৮ ফেব্রুয়ারি-২০১৭ পর্যন্ত বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটাধারী প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিল করা যাবে। এ ছাড়া পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ বা এর আওতাধীন কোনো সংস্থার দারিদ্র্য বিমোচন বা পল্লী উন্নয়ন সংক্রান্ত প্রকল্পে কর্মরত বা কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রের বয়স সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
বেতন
পদমর্যাদা অনুযায়ী নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে প্রতি মাসে ১৪ হাজার ৪৫০ টাকা থেকে ৩৫ হাজার ৬০০ টাকা পর্যন্ত।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা টেলিটকের ওয়েবসাইট (ebek.teletalk.com.bd) থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়ম অনুসরণ করতে হবে। আবেদন করা যাবে ১৫ মার্চ, ২০১৭ রাত ১২টা পর্যন্ত। বিস্তারিত দেখুন একটি বাড়ি একটি খামার প্রকল্পের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে। http://www.ebek-rdcd.gov.bd/

প্রশাসনিক পদে ক্যারিয়ার গড়ার সুযোগ ব্রিটিশ আমেরিকান টোবাকোয়

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বহুজাতিক তামাক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরিকান টোবাকো। ‘অ্যাডমিন এক্সিকিউটিভ’ পদে এই নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
প্রশাসনিক কর্মকর্তা পদে দুই থেকে তিন বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে উৎপাদনশীল বা ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠানে একই পদে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। যোগাযোগ, সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহণে দক্ষ হতে হবে। পাশাপাশি প্রকৃতি, স্বাস্থ্য ও সুরক্ষা (ইএইচঅ্যান্ডএস) বিষয়ে জ্ঞান থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা ব্রিটিশ আমেরিকান টোবাকোর ওয়েবসাইট (bit.ly/2lxSwVy) থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ২৯ মার্চ, ২০১৭ পর্যন্ত।

Officer - Islami Bank Bangladesh Limited

Job Context
    Selected candidates shall have to execute a Surety Bond to serve the Bank for a minimum period of 05 (five) years.
Job Description / Responsibility
  • Must have a solid understanding of risk management on AML/CFT.
  • Develop a risk based AML/CFT Plan.
  • Ensure Bangladesh Bank and Regulatory compliance for AML/CFT.

Job Nature
Full-time
Educational Requirements
  • Candidates must have B.Sc in CS/ CSE/ EEE/ ICT/ IT/ ETE/ MIS/ Software Engineering from recognized university.
  • Candidates having CAMS Certification will get preference.
  • Candidates having 3rd Division/ Class/ GPA/ CGPA in any Examinations need not apply.
Experience Requirements
  • At least 2 year(s)
Job Requirements
  • Age At most 35 year(s)
  • At least 2 (two) years experience with the exposure in IT related field in Bank/Financial Institution.
  • Service in the Banks & Financial Institutions on Anti-Money Laundering & Combating Financing of Terrorism will be given preference.
  • Good knowledge of the AML/CFT laws, regulations and suspicious reporting globally and regionally.
  • Familiar with the operational tools which support AML/CFT compliance controls.
  • Candidates may be required to serve under Anti-Money Laundering Department.
Job Location
Anywhere in Bangladesh
Other Benefits
    The selected candidates shall be on probation for a period of 06 (six) months. Upon successful completion of the probationary period, they will be confirmed in the service of the Bank under the scale of pay Tk.24,240-1,380x4-29760-EB-1,680x6-39,840 and other admissible allowances with total initial emoluments of Tk.55,500/- only per month.
Apply Instruction
Eligible and interested candidates shall apply through online and View detail : career.islamibankbd.com
Application Deadline : Feb 25, 2017

Assistant Officer- Dutch-Bangla Bank Limited

No of Vacancies:
N/A
Job Level:
Entry
Job Nature:
Full Time
Industry:
Bank / Non-Bank Fin. Institution

Salary

Please see the image file for details.


Desired Education

Please see the image file for details.